Featured Post

বিবেক কাকে বলে

Image
 ইসলামের বিবেক বলতে বুঝানো হয় মানুষের মূল্যবোধ শক্তি। একজন প্রকৃত মানুষ হতে গেলে তাকে বিশ্বাস, আচরণ, মানসিকতা, সর্বোপরি তো মর্যাদায় পরিপূর্ণ থাকতে হয়  বিবেক: সমাজে এক শ্রেণীর মানুষ আছে তারা সব সময় মানুষের সমালোচনা করে এবং বিবেককে ফাঁকি দেয়। যারা একে অপরকে ঠকায় এবং অর্থ নিয়ে না দেয়ার চেষ্টা করেন এবং বিবেককে ফাঁকি দেয় তখন সমাজে তাকে বিবেকহীন মানুষ বলে।  অন্য দিকে একজন মানুষ প্রকৃত ঈমানদার এবং পাঁচ ওয়াক্ত নামাজ সব পথে চলা অশ্লীল কাজ থেকে বিরত থাকা মানুষকে ঈমানের পথে আনা মানুষকে সঠিক পথে চলার দিকনির্দেশনা অর্থাৎ ইসলামের সঠিক পথ নির্দেশনা দেয় তাকে বিবেকবান মানুষ বলে।  বিবেকের গুরুত্ব: প্রত্যেক শ্রেণীর মানুষ সমাজের জীবনযাপন করে। আপনারা প্রায় খেয়াল করে দেখবেন আপনার প্রতিবেশী আপনাকে পছন্দ করে না। তার মানে এই নয় আপনি সমাজে নষ্ট হয়ে গেছেন অথবা পচে গেছেন। আপনি কোন দিকে টাকা উপার্জন করে পরিবার চালান কিন্তু আপনি কারো ধার ধরেন না। এজন্য আপনার প্রতি বেশি আপনাকে পছন্দ করে না। অনেক সময় আমরা দেখতে পাই মানুষের উন্নতি দেখলে অন্যদের হিংসাক্ত তো মনোভাব হয়। আপনারা প্রায় ল...

মানব ধর্ম কাকে বলে ?

পৃথিবীর সকল ধর্মের মূল হচ্ছে মানবতা । আর মানবতা থেকেই মানব ধর্ম শিক্ষনীয় । তাই প্রকৃত সাধক বা মানবতাবাদী মানুষ বা ঈশ্বর প্রেমীদের মধ্যে ধর্মীয় দ্বন্দ্ব থাকেনা। এই দ্বন্দ্ব শুধু দুনিয়াদারী অবুঝ মানুষদের মধ্যে সীমাবদ্ধ। মানব ধর্ম ইসলাম, সনাতন, খ্রীষ্টান বা বৌদ্ধ ধর্মের মত কোনো জীবন ব্যবস্থা নয়। আবার এসব ধর্ম থেকে পৃথক কোনো ধর্মও নয়। বরং প্রতিটি ধর্মের মাঝেই মানব ধর্ম বিদ্যমান। তবে মানব ধর্মে প্রতিটি ধর্ম বিদ্যমান নয়। কারন একটি ধর্মের মাঝে অমানবিক কিছু থাকলে থাকতেও পারে, তবে মানব ধর্মে অমানবিক কিছুই নেই একমাত্র মানবতা ছাড়া। একটি ধর্মের কিছু কর্ম অন্য ধর্মের মানুষের কাছে খারাপ মনে হতে পারে। কিন্তু মানবতা কারো কাছেই খারাপ নয়। বরং খারাপ মানুষ গুলোও মানবতাকে ভাল হিসেবেই বিশ্বাস করে হোক সে আস্তিক বা নাসিক। আর এখানেই মানব ধর্মের সার্থকতা। একটি ধর্ম পালন করতে গেলে আপনাকে অন্যধর্ম বিসর্জন দিতে হবে।তবে মানব ধর্মই একমাত্র ধর্ম, যে ধর্ম পালনে মানুষকে নিজ ধর্ম ত্যাগ করতে হয় না। হোক সে হিন্দু, মুসলিম বা খ্রীষ্টান। বরং প্রতিটি ধর্মই মানুষকে মানব ধর্ম পালনের কথা বলে। মানব ধর্ম অন্যন্য ধর্মের মতো মানুষ বংশানুসারে বা পিতামাতার উত্তরাধিকারী হিসেবে পায় না। হিন্দু ঘরে জন্ম নিয়ে একদল হিন্দু আর মুসলিম পরিবারে জন্ম নিয়ে আরেক দল নিজেদের মুসলিম ধার্মিক বলে দাবি করে। আর সমাজ তাদের সেই হিসেবেই গ্রহন করে। কিন্তু কেউ মানবতার শিক্ষা না পেলে, হৃদয়ে মানব প্রেম না থাকলে সে কখনো মানবতাবাদী বা মানব ধর্মের অনুসারী হতে পারে না। তাই কেউ চুরি ডাকাতী মানুষ হত্যা ও ধর্ষনের মত কাজ করার পরও মানুষ তাকে হিন্দু বা মুসলিম বলেই প্রচার করের থাকে। এই থেকেই বুঝা যায় যে, চোর ডাকাত খুনী ধর্ষক প্রানীরাও হিন্দু মুসলিম হতে পারে। তবে তারা কখনো মানব ধর্মের অনুসারী তথা মানবতাবাদী হতে পারে না। তাই মানবতাবাদী হওয়ার জন্য কাউকে ধর্মের বিশ্বাসী হতে হয় না বা ধার্মিকও হতে হয় না, শুধু মানুষ হওয়াই যথেষ্ট। মানবতাহীন বা মনুষত্বহীন কোনো মানুষকেই মানুষ বলা যায় না, সর্বোচ্চ বাকশক্তি সম্পূর্ন বুদ্ধিমান প্রাণী বলা যায়। তাই মানবতাহীন আস্তিকদীর চেয়ে নাস্তিকরাই অনেক শ্রেয়, যারা মানুষকে ভালবাসতে জানে। মূলত ধার্মিক ত সেই ব্যক্তি, যে মানব ধর্ম পালন করে। মানব ধর্ম পালন না করে অন্য কোনো ধর্ম পালন করলে তা মানুষের কোনো কাজেই আসবে না। তবে অন্যন্য ধর্ম পালন না করেও যদি কেউ মানব ধর্ম পালন করে তবুও সে মানুষ হিসেবে স্বীকৃতি পাবে স্রষ্টার কাছে এবং সমাজেও। মানব ধর্ম স্রষ্টার নিজের ধর্ম। স্রষ্টা নিজেও মানব ধর্মের অনুসারী। তাই তো তিনি নাস্তিকদেরও মন বাসনা পূর্ন করেন। তিনি জাত ধর্ম বিচার করেন না,বরং তিনি বিচার করেন মানুষের কর্ম। স্রষ্টার ধর্ম হল তাঁর গুনাবলী, যে গুন গুলোতে তিনি গুনাম্বিত। যেমন তিনি রহিম রহমান দয়ালু ক্ষমাশীল জ্ঞানী সুবিচারক। আর এগুলোই মানব ধর্মের কর্ম। এই গুন গুলো শুধু আল্লাহ মানুষকে দিয়েছেন ও জ্বীন জাতিকে দিয়েছেন। অন্য কোনো প্রাণীকে এই গুন গুলো দেন নাই। তাই শুধু জ্বীন ও ইনসানের উপরই ফরয, অন্য কোনো প্রাণীর উপ নয়। তাই আল্লাহ তাঁর গুনে আমাদের গুনাম্বিত হতে বলেছেন। তাছাড়া মানব ধর্মের প্রতি ইংগিত দিয়ে আল্লাহ তায়ালা কুরআনে ইরশাদ করেন । ইসলামিক বার্তা

Comments

Popular posts from this blog

সূরা ফাতিহার অর্থ এবং ফজিলত

তারাবির নামাজ না পড়লে রোজা হবে কি ?

রাতের শেষ প্রহরে রাসুল সা: কি আমল করতেন